কানাডার সাস্কাটুনে বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন

কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাটুনে বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যথাযথ মর্যাদায় স্থানীয় লেকভিউ চার্চে ১৮ ডিসেম্বর শনিবার বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ানের (বিকাশ) উদ্যোগে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ এবং কানাডার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়।
এরপর বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ানের (বিকাশ) নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আজাদ উদ্বোধনী বক্তব্যের শুরুতেই সব শহিদের প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
এরপর বক্তব্য রাখেন স্থানীয় এমএলএ জনাব ব্রড রেডেকপ। প্রথমবারের মতো কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে অসামান্য অবদান রাখার জন্য ড. অসিত সরকার, ড. নুরুল আমিন চৌধুরী, ড. মভিনুল হক, ড. মিজানুর রশিদ, ড. বদরুল দেওয়ান, ইঞ্জিনিয়ার এসএম খলিলুর রহমান, ড. জীবন পোদ্দার, ড. আব্দুল আল মামুন, ড. চঞ্চল রায়, জাকির হোসাইন, ইঞ্জিনিয়ার শিব শংকর পোদ্দার, কামনাশীষ দেব, মফিজুর রহমান, মোশারফ হোসাইন, তাহমিনা শাহিন, তাপসী পোদ্দার, ড. রাজীব পোদ্দার, অমিত কুমার উকিল, নাসরিন নাহার শেলী, পল্লবী মজুমদার এবং নাজমুল হাসান বাপ্পিসহ মোট ২১ জনকে সম্মাননা দেওয়া হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সাস্কাটুন বাংলা স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। সাস্কাটুন বাংলা স্কুল ছাড়াও স্থানীয় শিল্পীরা বিভিন্ন নৃত্য এবং সংগীত পরিবেশন করেন। বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান এগিয়ে যায়।
তানভীর আলম সজীব জনপ্রিয় গানের পাশাপাশি দেশাত্মবোধক সুরের মূর্ছনায় মাতিয়ে তুলেন উপস্থিত দর্শকদের। সাস্কাচুয়ান প্রভিন্সের সকল স্বাস্থ্যবিধি মেনে মাস্ক আর দুই ডোজ ভ্যাক্সিনেশনের প্রমাণপত্র আর পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করলেও উপস্থিত অনেক দর্শক বিকাশকে এরকম অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানান। বিকাশের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুজ্জামান তালুকদার বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিজয় দিবসের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
এইচকেআর