পালিয়ে যাওয়া গৃহবধূদের ঠাঁই হয়নি শ্বশুরবাড়িতেও

দুই রাজমিস্ত্রির হাত ধরে পালিয়ে যাওয়া দুই গৃহবধূর ঠাঁই হয়নি শ্বশুরবাড়িতে। অন্যদিকে, তাদের দুই প্রেমিককে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, গত ১৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বালির নিশ্চিন্দায় শীতের পোশাক কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন একই ঘরের দুই গৃহবধূ। তারপর থেকেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে থানায় অভিযাগ দায়ের করেন পরিবার। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, নিখোঁজ নন, ওই দুই গৃহবধূ তাদের প্রেমিকের সঙ্গে পালিয়েছেন। পরে একটি রেল স্টেশন থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, প্রায় ৬ মাস আগে গৃহবধূদের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে এসেছিলেন সুভাষ ও শেখর নামে দুই শ্রমিক। তখনই তাদের সঙ্গে ঘনিষ্ঠতা হয় দুই গৃহবধূর। তারপরই পালিয়ে যাওয়র পরিকল্পনা করে তারা। তবে কী কারণে রাজমিস্ত্রীর সঙ্গেই পালাতে হলো তাদের, সেই ব্যাখ্যাও পুলিশের কাছে দিয়েছেন দুই গৃহবধূ অনন্যা এবং রিয়া।
অনন্যা পুলিশকে জানিয়েছেন, ৮ বছর বিয়ে হলেও সন্তান হয়নি তার। কাজে ব্যস্ত স্বামী বেশি সময়ও দিতে পারতেন না তাকে। সব মিলিয়ে সংসার জীবনে একঘেয়েমি গ্রাস করেছিল। একই সমস্যা রিয়ারও। ১০ বছর আগে বিয়ে হওয়া রিয়ার ৭ বছরের একটি ছেলে রয়েছে। কিন্তু স্বামী সময় দিতে না পারাতেই বিরক্তি তৈরি হয়েছিল তার মনেও। এরকম অবস্থায় রাজমিস্ত্রি শেখর এবং শুভজিতের সঙ্গে আলাপ হয় তাদের। শেখর এবং শুভজিৎ দু’জনেই মিষ্টভাষী ছিলেন। এই গুণের জন্য দুই রাজমিস্ত্রি অল্প সময়ে মন জয় করে নেন ওই পরিবারের দুই বধূর। এরপরই তারা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন।
এদিকে বৃহস্পতিবার আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন ওই দুই বধূ। এরপর বিকেল সাড়ে ৫ টায় তাদের নিয়ে আসা হয় থানায়। সেখানে বেশ কিছুক্ষণ বসে থাকেন তারা। এরপর বাপের বাড়িতে ফিরে যান ওই দুই তরুণী।
এমবি