ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • আফগানিস্তানে শত শত রকেট, কামানের গোলা নিক্ষেপ পাকিস্তানের

    আফগানিস্তানে শত শত রকেট, কামানের গোলা নিক্ষেপ পাকিস্তানের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের কুনার প্রদেশের কয়েকটি অঞ্চলে শত শত রকেট ও কামানের গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এলাকার বাসিন্দাদের বরাতে আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে।  

    আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সেনাবাহিনী পাকিস্তানের কামানোর গোলার উপযুক্ত জবাব দিয়েছে।  

    খবরে বলা হয়েছে, পাকিস্তান ধারাবাহিকভাবে কুনার প্রদেশের দাঙ্গাম, শালতান, শারকানো এবং মারওয়ার জেলায় কামানের গোলা নিক্ষেপ করেছে। এতে ওই অঞ্চলে বসবাসকারীরা অর্থনৈতিক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়েছেন।

    কুনার প্রদেশের বাসিন্দা মালেক খান বলেন, শুক্রবার রাতে পাকিস্তান সেনাবাহিনী গাঞ্জগুল সাপারি, গারির সার এবং গুলাব পরি এলাকায়  শত শত রকেট নিক্ষেপ করেছে।

    তিনি বলেন, পাক বাহিনী সারকানো জেলার গরির চূড়ায় সামরিক স্থাপনা নির্মাণ করেছে। ওই চূড়া থেকে তারা আমাদের ওপর কামানের গোলা নিক্ষেপ করেছে।

    সালতান জেলার বাসিন্দা ইব্রাহিম বলেন, ইসলামিক আমিরাত (তালেবান) ক্ষমতা গ্রহণের পর পাকিস্তান আফগানিস্তানে মাটিতে হামলা বাড়িয়েছে। সকাল-সন্ধ্যায় তারা শত শত কামানের গোলা নিক্ষেপ করছে।

    আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওরাজামি রেডিও আজাদিকে বলেন, পাকিস্তান বাহিনী আক্রমনের জবাব দেওয়া হয়েছে।

    সম্প্রতি আফগানিস্তানের নানগরহার প্রদেশের লালপুরি জেলা পরিদর্শনে যান আফগান সেনা প্রধান ক্বারী ফাসিহউদ্দিন। সেখান তিনি বলেন, তালেবান প্রতিবেশী দেশের সঙ্গে আন্তরিক সম্পর্কে প্রতিজ্ঞ। তবে আগ্রাসনের ঘটনা ঘটলে তারা চুপ থাকবেন না।

    কয়েকদিন আগে এই লালপুরি জেলার পালোসি এলাকায় আফগানিস্তানের গোয়েন্দারা পাকিস্তান বাহিনীকে বেড়া প্রদানে বাধা দেয়। তারা পাকিস্তান বাহিনীর সকল সরঞ্জামাদি নিয়ে নেয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ