জ্বালানির মূল্যবৃদ্ধি: কাজাখস্তানে বিক্ষোভ অব্যাহত

সরকারের পদত্যাগের পরও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে কাজাখস্তানে সরকারবিরোধী সহিংস বিক্ষোভ চলছে। দফায় দফায় সংঘর্ষে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ১৮ সদস্য ও ১৩ আন্দোলনকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারশোর বেশি।
এদিকে দেশটির চলমান সংকট সমাধানে পরিস্থিতি সামাল দিতে আধাসামরিক বাহিনী পাঠিয়েছে রাশিয়া।
মন্ত্রিসভা বিলোপ, জরুরি অবস্থা জারি, সবশেষ সরকারের পদত্যাগের পরও কাজাখস্তানে থামছে না সহিংস বিক্ষোভ। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) আন্দোলনকারীদের রুখতে টিয়ার গ্যাস ও গুলি ছোঁড়ে পুলিশ।
বিক্ষোভকারীরা পুলিশি বাধা উপেক্ষা করেই সামনে এগিয়ে যান। এ সময় সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ হতাহত হন বেশ কয়েকজন।
কয়েকদিন ধরেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কাজাখস্তান। সহিংসতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে কর্তৃপক্ষ।
আটক করা হয়েছে কয়েকশো বিক্ষোভকারীকে। এছাড়া পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে একটি আধাসামরিক বাহিনী পাঠিয়েছে রাশিয়া।
চলমান আন্দোলনের মুখে বুধবার পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ। এদিকে কাজাখস্তানের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।
একইসঙ্গে দেশটির রাজনৈতিক ও বিরোধী নেতাদের সহিংসতা ছেড়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এইচকেআর