শিশুদের টিকা নিতে বলায় খামে এলো বুলেট!

শিশুদের জন্য করোনা ভাইরাসের টিকা নেওয়াকে সমর্থন করে বিপাকে পড়েছেন ইতালির এক রোগ প্রতিরোধ বিদ্যা বিশারদ। চিঠির ভেতর বুলেট পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার পর তার জন্য সার্বক্ষণিক পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।
গত সপ্তাহজুড়ে টিকাবিরোধীদের হুমকির মুখে পড়েছেন বিভিন্ন ইউরোপীয় দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ভ্যাকসিন পাস আইন সমর্থন করার কারণে ফ্রান্সে বেশ কয়েকজন সংসদ সদস্যকে হত্যার হুমকি দেওয়া হয়।
ইতালির শিশুরোগ বিশেষজ্ঞ অ্যান্টোনেলা ভায়োলাকে বুলেটসহ চিঠি পাঠায় কে বা কারা। শিশুদের টিকা নিতে নিষেধ না করলে তাকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়।
বুধবার (৫ জানুয়ারি) রাতে নেদারল্যান্ডের রাজনৈতিক নেতা সিগরিড কাগের বাসায় মশাল নিয়ে আক্রমণ করে টিকা নিয়ে ষড়যন্ত্র তত্ত্বের এক সমর্থক। পুরো ঘটনাটি সে ফেসবুকে সরাসরি সম্প্রচারও করে।
ইউরোপসহ পশ্চিমা দেশগুলোতে রোজই করোনা ভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছ। এই অবস্থায় টিকা নেওয়ার ব্যাপারে শক্ত অবস্থানে যাচ্ছে একের পর এক দেশের সরকার।
তবে একটি বিশাল জনগোষ্ঠী টিকা নেওয়া ও ভ্যাকসিন পাসের বিরোধিতা করে চলেছে।
এইচকেআর