৭৫ বছরে এই প্রথম নারী বিচারপতি পাচ্ছে পাকিস্তান

স্বাধীনতার পর গত ৭৫ বছরে এই প্রথম একজন নারী বিচারপতি পাচ্ছে পাকিস্তান। ৫৫ বছর বয়সী আয়শা মালিককে সম্প্রতি পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এক টুইটবার্তায় পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক ই ইনসাফের এমপি ও দলের পার্লামেন্টারি কমিটির সচিব মালিকা বোখারি এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবারের টুইটবার্তায় মালিকা বোখারি বলেন, ‘আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত হয়েছি। একজন মেধাবী আইনজীবী ও সুদক্ষ বিচারক দেশের প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’
দেশটিতে বিচারপতিদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেয় জুডিশিয়াল কমিশন অব পাকিস্তান (জেসিপি)। ৫৫ বছর বয়সী আয়েশা মালিককে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি করার পক্ষে গতকাল ভোট দেয় ৯ সদস্যের জেসিপি।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতের সংবাদামাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, গত বছরই এই পদে নিয়োগ পাওয়ার কথা ছিল আয়শা মালিকের; কিন্তু জেসিপির ৯ সদস্যের মধ্যে ৫ জনের আপত্তির কারণে সেবার নিয়োগ পাননি তিনি।
ওই ৫ পার্লামেন্ট সদস্য তাদের আপত্তির কারণ হিসেবে জানিয়েছিলেন- সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার মতো যথেষ্ট ‘সিনিয়র’ এখনও হননি আয়শা মালিক। তবে এবার সর্বসম্পতি ক্রমেই এই পদে নিয়োগ পেলেন তিনি।
দেশটির অনেক আইনজীবী ও বিচারক অবশ্য নিজস্ব ফোরামের ভেতরে-বাইরে এই পদক্ষেপের বিরোধিতা করছেন। তারা বলছেন, পদোন্নতি অনুমোদনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হয়নি। একই সঙ্গে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে।
এসএম