ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • কারাগার থেকে মুক্তি পেলেন সৌদি রাজকুমারী

    কারাগার থেকে মুক্তি পেলেন সৌদি রাজকুমারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিনা দোষে ৩ বছর কারাগারে থাকা সৌদি রাজকুমারী বাসমা বিনতে সৌদ ও তার কন্যা সুহৌদকে মুক্তি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

    দেশটির মানবাধিকার সংস্থা বলছে, প্রায় তিন বছর যাবত রিয়াদের আল-হাইর নামে একটি কারাগারে এই রাজকুমারীকে কোনো অভিযোগ ছাড়াই সৌদি রাজ কর্তৃপক্ষ বন্দি করে রেখেছিল।

    জানা গেছে, বাসমা বিনতে সৌদ দীর্ঘদিন ধরে রাজতন্ত্রের সংস্কার ও নারী অধিকার নিয়ে কাজ করেন। ২০১৯ সালের মার্চে তাকে কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়। পরে ২০২০ সালের এপ্রিলে তিনি অসুস্থ হলে বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে মুক্তি প্রার্থনা করেন। সেই বিবেচনায় তাকে মুক্তি দেয় হয় বলে জানা গেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি সংশ্লিষ্ট সৌদি কর্মকর্তারা।

    এদিকে বাসমার আইনি উপদেষ্টা হেনরি এস্ট্রাম্যান্ট বলেছেন, রাজকুমারী ভাল আছেন, তবে চিকিৎসা বিশেষজ্ঞের সাথে সাক্ষাত করবেন। তিনি ক্লান্ত বলে মনে হচ্ছে কিন্তু মানসিক দিক দিয়ে ভাল আছেন এবং সরাসরি তার ছেলেদের সাথে পুনরায় মিলিত হতে পেরে কৃতজ্ঞবোধ করছেন।

    ধারণা করা হচ্ছে রাজপরিবারের কড়া সমালোচনা করার জন্যই তাকে আটক হয়।

    উল্লেখ্য, বাসমা সাবেক সৌদি রাজার ১১৫ সন্তানদের একজন। যিনি ১৯৫৩ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সৌদি আরব শাসন করেছিলেন। বাসমা পাঁচ সন্তানের জননী। বিবাহ বিচ্ছেদের পর ২০১০-২০১১-র দিকে তিনি লন্ডনে পাড়ি জমান। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আরব অঞ্চলের দুর্নীতি, মানবাধিকার এবং সম্পদের বৈষম্য নিয়ে কথা বলে আলোচনায় আসেন। সৌদি আরবে ধর্মীয় পুলিশের ক্ষমতা হ্রাস, নারীদের অধিকারসহ বিভিন্ন সাংবিধানিক সংস্কারের দাবিও জানান তিনি।

    এরপর ২০১৫ সালের দিকে সৌদি আরবে ফিরে আসেন বাসমা। ২০১৮ সালের জানুয়ারিতে বিবিসি অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়েমেন যুদ্ধের ইতি টানতে সৌদি আরবের প্রতি আহবান জানান তিনি। এরপর থেকে তাকে আর গণমাধ্যমে দেখা যায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ