ইয়েমেনের হামলায় থার্ড ব্রিগেডের কমান্ডার নিহত

থার্ড ব্রিগেডের কমান্ডার মাজদি আল-রাদফানি (ডানে)
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় পলাতক দেশটির সাবেক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদির অনুগত একজন গেরিলা কমান্ডার নিহত হয়েছেন।
গত শনিবার থার্ড ব্রিগেডের কমান্ডার মাজদি আল-রাদফানি হামলায় আহত হয় এবং পরে সে মারা যায়।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়াহ প্রদেশের বাইহান এলাকায় আমিরাত সমর্থিত গেরিলা গোষ্ঠীর ওপর ইয়েমেনের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সূত্র: ফার্সনিউজ।
এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন