প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লেগে মিনিবাসে আগুন, নিহত ১৬

প্রাইভেট কারের সঙ্গে একটি যাত্রীবাহী মিনিবাসের ধাক্কা লেগে মিনিবাসটিতে আগুন ধরে গেছে। এই দুর্ঘটনায় আগুনে পুড়ে মিনিবাসটির ১৬ যাত্রীর মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার উত্তরপশ্চিমাঞ্চলের লিমপুপু প্রদেশে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
এ ব্যাপারে প্রাদেশিক পরিবহণ মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক মারিনগানা বার্তা সংস্থা এএফপিকে বুধবার জানান, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি ২২ আসন বিশিষ্ট ওই মিনিবাসকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে বাসটিতে আগুন ধরে যায়। মিনিবাসের ১৬ আরোহীর আগুনে পুড়ে মৃত্যু হয়।
এদিকে ঘটনাস্থলেই ওই প্রাইভেট কারের চালক নিহত হন বলেও জানিয়েছেন তিনি।
এই দুর্ঘটনায় অপর আটজন আহত হয়েছেন বলেও জানান তিনি।
গণপরিবহণ হিসেবে দক্ষিণ আফ্রিকায় ব্যক্তি মালিকানাধীন মিনিবাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
তবে উপমহাদেশের মধ্যে সবচেয়ে উন্নত সড়ক ব্যবস্থা থাকার পরও নিরাপদ সড়কের মাপকাঠিতে বিশ্বের মধ্যে দক্ষিণ আফ্রিকার অবস্থান তলানিতে। দুর্ঘটনার জন্য অবশ্য অদক্ষ চালকদের দায়ী করা হয়ে থাকে।
শুধু বড়দিনের ছুটিতেই দেশটিতে প্রায় দেড় হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে সরকারি হিসাবে জানা গেছে।
এইচকেআর