ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • হঠাৎ বিকট শব্দ, ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাল ‘বজ্রপাত’

    হঠাৎ বিকট শব্দ, ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাল ‘বজ্রপাত’
    সাইয়্যেদ মাজিদ মির-আহমাদি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে গত শনিবার যে বিকট শব্দ শোনা গেছে তাকে বজ্রপাত বলে জানিয়েছে এ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি বলেছে, ইরানের নিরাপত্তা সংস্থাগুলো ঘটনা তদন্ত করে জানিয়েছে, ওই বিকট শব্দের উৎস ছিল প্রচণ্ড বজ্রপাত।

    ইরানের নিরাপত্তা বিষয়ক উপ-স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ মাজিদ মির-আহমাদি এ তথ্য জানিয়ে বলেছেন, হামেদান প্রদেশের আসাদাবাদ জেলায় বিকট শব্দের কারণ হিসেবে যেসব ধারণাপ্রসূত কথাবার্তা বলা হচ্ছে তা সঠিক নয়। তিনি বলেন, সেখানে বিশেষ কোনো ঘটনা ঘটেনি বরং সম্ভাব্য বজ্রপাতের কারণেই ওই শব্দের উৎপত্তি হয়েছে।
    শনিবার সন্ধ্যার পর হামেদান প্রদেশের আসাদাবাদ জেলার অধিবাসীরা প্রচণ্ড শব্দে কেঁপে ওঠেন। শব্দের প্রকটতা এত বেশি ছিল যে, কোনো কোনো বাড়ির দরজা ও জানালা পর্যন্ত কেঁপে ওঠে। ফলে লোকজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

    এর পরপরই মানুষ ওই শব্দের উৎস সম্পর্কে নানা রকম ধারণা ও কল্পনাপ্রসূত কথাবার্তা বলতে থাকে। কোনো কোনো অনলাইন চ্যানেল একথাও প্রচার করে যে, ইরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানো হয়েছে।

    আসাদাবাদের জেলা প্রশাসক সাঈদ কেতাবি এ সম্পর্কে রবিবার বলেছেন, শনিবার রাতের বিকট শব্দের উৎস সম্পর্কে এখনও কিছু জানা সম্ভব হয়নি; তবে সংশ্লিষ্ট বিভাগগুলোর মাধ্যমে বিষয়টি জানার চেষ্টা চলছে। তিনি বলেন, আমি শুধু এটুকু বলতে পারি যে, ওই বিকট শব্দটি কেরমানশাহ ও সানান্দাজসহ আরো কিছু শহরেও শোনা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ