বরফের মধ্যে বিএসএফ সদস্যের ক্রমাগত বুকডাউন, ভিডিও ভাইরাল

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে শুভ্র বরফের মধ্যে বিএসএফের এক সদস্য বুকডাউন দিচ্ছেন। ৪০ সেকেন্ডের ভিডিওটিতে তিনি মোট ৪৭ বার বুকডাউন দিয়েছেন।
বিএসএফের ভেরিফায়েড টুইটার একাউন্ট থেকে গত ২২ জানুয়ারি চ্যালেঞ্জ ভিডিওটি শেয়ার করা হয়েছে। পোস্টে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে ‘ফিট ইন্ডিয়া চ্যালেঞ্জ’।
ভিডিওতে দেখা গেছে, পুরু বরফের চাদরে ঢাকা প্রান্তরে শরীরচর্চা করে চলেছেন বিএসএফ সদস্য। বিরতি ছাড়া ৪০ সেকেন্ডে মোট ৪৭ বার টানা বুকডাউন দেন তিনি। এর মধ্যেই ভিডিওটির ভিউজ ৩২ হাজারের বেশি।
এদিকে বরফের চাদরে মোড়া প্রান্তরে বিএসএফ সদস্যের শরীরচর্চা দেখে নেটিজেনরা মোহিত। চরম প্রতিকূল পরিবেশে দেশকে সুরক্ষিত রাখার জন্য ওই পোস্টেই তারা বিএসএফ সদস্যদের ভূয়সী প্রশংসা করেছেন।
এর আগে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায়, সেনাবাহিনীর সদস্যরা বরফপ্রান্তরে পূর্ণ উদ্যমে ভলিবল খেলছেন। ক্রমাগত তুষারপাত তাদের খেলায় বিঘ্ন ঘটাতে পারেনি। হাঁটু পর্যন্ত বরফে ডুবে থেকে তারা ভলিবল খেলে গেছেন।
এসএম