ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news

ইউরোপের তেল কোম্পানিগুলোতে সাইবার হামলা

 ইউরোপের তেল কোম্পানিগুলোতে সাইবার হামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইউরোপের একাধিক তেল কোম্পানিতে সাইবার হামলায় আইটি সিস্টেম ব্যাহত হয়েছে। এতে তেল সংরক্ষণ ও পরিবহন কোম্পানিসহ কয়েক ডজন টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: বিবিসি

ইউরোপজুড়ে একাধিক তেল পরিবহন ও সংরক্ষণ কোম্পানিতে চালানো হয়েছে। হামলায় জার্মানির অয়েলট্যাকিং, বেলজিয়ামের এসইএ ইনভেস্ট ও নেদারল্যান্ডসের ইভোসের আইটি সিস্টেম ব্যাহত হয়।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তেল পরিবহন ও সংরক্ষণ কোম্পানিগুলোতে সাইবার হামলায় বেলজিয়ামের এসইএ ইনভেস্ট, জার্মানির অয়েলট্যাকিং ও নেদারল্যান্ডসের ইভোসের আইটি সিস্টেম ব্যাহত হয়েছে।

বিশেষজ্ঞরা এই সাইবার হামলাকে সংগঠিত হামলা বলে অভিহিত করেছেন। এই হামলায় তিন কোম্পানির আইটি সিস্টেম ভেঙে পড়েছে।

বেলজিয়ান প্রসিকিউটররা জানান, সাইবার হামলার তদন্ত করা হচ্ছে। এসইএ ইনভেস্টের টার্মিনালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোম্পানির মুখপাত্র জানান, ইউরোপ ও আফ্রিকায় তাদের চালিত সব বন্দরে হামলা চালানো হয়। এরই মধ্যে আইটি সিস্টেম ঠিক করতে কাজ শুরু করেছে কোম্পানিটি।

নেদারল্যান্ডসের ইভোসের একজন মুখপাত্র বলেন, টারনিউজেন, ঘেন্ট ও মাল্টার টার্মিনালগুলোর আইটি পরিষেবার কার্যক্রম সম্পাদনে কিছু বিলম্ব হচ্ছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন