ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে মধ্যপ্রাচ্যের যে ৩ দেশ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে মধ্যপ্রাচ্যের যে ৩ দেশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মধ্যপ্রাচ্যের তিনটি দেশে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বলে বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে।

পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানায়, জর্ডানের কাছে ৪ দশমিক ২১ বিলিয়ন ডলারের এফ-১৬ ফাইটার জেট এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি বিক্রির বিষয়টি অনুমোদন করা হয়েছে।

জর্ডানের অনুরোধে  এফ-১৬ সি ব্লক ফাইটার জেট ও মিসাইল টেইল কিটসহ বিভিন্ন সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।। ফাইটার জেটগুলোর প্রধান ঠিকাদার হল লকহিড মার্টিন কর্পোরেশন।

এদিকে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য ২৩ দশমিক সাত মিলিয়ন ডলারের ৩১টি মাল্টিফাংশনাল ইনফরমেশন ডিস্ট্রিবিউশন সিস্টেম-লো ভলিউম টার্মিনাল কেনার বিষয়টি অনুমোদন করেছে সৌদি আরব।

পেন্টাগন জানায়, প্রস্তাবিত এমআইডিএস-এলভিটি টার্মিনালগুলো সৌদির টার্মিনাল হাই অল্টিটিউড এয়ার ডিফেন্স প্ল্যাটফর্মগুলোতে স্থাপন করা হবে। এদিকে, এর আগে কেনা এমআইডিএস-এলভিটি (বিইউওয়ান) টার্মিনালগুলো সৌদির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় স্থাপন করা হয় বলে পেন্টাগন জানিয়েছে।

এদিকে সংযুক্ত আারব আমিরাতে রকেট ও ড্রোন হামলা বেড়ে যাওয়ায় দেশটি ৩০ মিলিয়ন ডিলার মূল্যের হোমিং অল দ্য ওয়ে কিলার (এইচএডাব্লিউকে) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুচরা এবং মেরামতের যন্ত্রাংশ কেনার জন্য অনুমোদন দিয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন