ইরানের সামরিক তথ্য সৌদি আরবে পাঠাত তারা

ডেনমার্কের একটি আদালত ইরানের তিন নাগরিককে তথ্য পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা ইরানের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য। আদালত তাদেরকে ইরানে সহিংসতা সৃষ্টি করা এবং অজ্ঞাত সৌদি গোয়েন্দাদের জন্য তথ্য সংগ্রহের অপরাধে দোষী সাব্যস্ত করেছে।
শুক্রবার পশ্চিম কোপেনহেগেনের রোসকিল্ডের একটি আদালত এক রায়ে বলেছে, অভিযুক্তরা ইরানের সামরিক বিষয়ে ডেনমার্ক এবং বিদেশে বসে তথ্য সংগ্রহ করেছে। সেই তথ্য তারা সৌদি আরবের গোয়েন্দাদের কাছে পাচার করেছে।
দোষী ব্যক্তিদের ১২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আগামী মার্চে সাজা ঘোষণা হতে পারে।
এই তিন ব্যক্তিকে ২০২০ সালের ফেব্রুয়ারিতে কোপেনহেগেন থেকে গ্রেফতার করা হয়।
আদালত জানিয়েছে, বৈদেশিক শক্তির সঙ্গে সম্পর্ক এবং অভিযুক্তদের নিরাপত্তার কথা বিবেচনা করে রুদ্ধদ্বার জায়গায় মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।
ইরান আহবাজ স্বাধীনতা আন্দোলনে (এএসএমএলএ) যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দেশটিতে একাধিক হামলার অভিযোগ এনেছে।
এইচকেআর