লালমোহনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমপি শাওনের আসবাবপত্র বিতরণ


লালমোহনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরন করেন এমপি শাওন । বুধবার (৫ এপ্রিল ) সকালে হাজী নুর”ল ইসলাম চৌধুরী কলেজ মাঠে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ আসবাবপত্র বিতরন করা হয়।
পরে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান’র সভাপতিত্ব আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকর”ল আলম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা মাস্টার, জাইকা প্রকল্পের কর্মকর্তা কায়সারুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী প্রমূখ।
আলোচনা সভা শেষে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের (হাজী নুর”ল ইসলাম চৌধুরী কলেজ, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মায়ানগর ও অহিদুন নবী মাধ্যমিক বিদ্যালয়) প্রধানদের মধ্যে ২৮৮ জোড়া বেঞ্চ বিতরন করেন এমপি শাওন।
এইচকেআর
