ঢাকা বুধবার, ২২ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ মাধ্যমিকে ৩ শ্রেণির সাড়ে ১২ কোটি বই ছাপানো হবে, ব্যয় ৪৪৫ কোটি চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন ১৫ সেনা কর্মকর্তাকে নেওয়া হলো সেনানিবাসের অস্থায়ী কারাগারে নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা দরকার করব, বিএনপিকে প্রধান উপদেষ্টা দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির বাড়িভাড়া বাড়ানোয় ‘সন্তুষ্ট’ শিক্ষকরা, আন্দোলন স্থগিত বুধবার থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা, খোলা থাকবে শনিবারও সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত নিষিদ্ধ ছাত্রলীগের নাজিরপুরের সভাপতি ভাইসহ ঢাকায় গ্রেফতার
  • মাগরিবের ওয়াক্ত কখন শুরু হয়?

    মাগরিবের ওয়াক্ত কখন শুরু হয়?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেলা সম্পূর্ণ ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়। এটা ইফতার শুরুরও সময়। ইফতার দেরি করে করা মাকরুহ, তাই ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে নেবে।

    আর মাগরিবের ওয়াক্ত শুরু হলেই আজান-ইকামত দিয়ে নামাজ আদায় করা উত্তম। পশ্চিম আকাশ বেশ কিছু সময় লালিমা থাকে, এই লালিমা শেষ হওয়ার পর একটু সাদাভাব হয়। সাদাভাব শেষ হওয়ার পর আকাশ কালো হতে শুরু করে। আকাশ কালো হওয়ার আগ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে।

    মাগরিবের নামাজের সময় কতক্ষণ থাকে?

    অর্থাৎ আকাশের অবস্থা যতক্ষণ লাল ও সাদা মিশ্রিত থাকে ততক্ষণ মাগরিবের ওয়াক্ত থাকে। মাগরিবের সময় প্রায় সোয়া এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা পর্যন্ত থাকে। আমাদের দেশের অনেকে মনে করেন, মাগরিবের সময় ১৫-২০ মিনিট। যে কারণে এই সময়ের ভেতর মাগরিব পড়তে না পারলে আর পড়ে না। মনে করে, কাজা যখন হয়েই গেল তখন পরে এক সময় পড়ে নেব। অথচ সোয়া এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টার মধ্যে নামাজ পড়লেও আদায় হয়ে যাবে। কোনো ইমামের মতে লাল শেষ হয়ে সাদা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে এশার ওয়াক্ত শুরু হয়। (হানাফি মাজহাবে এ মতের ওপর ফতোয়া নয়। তাই একান্ত প্রয়োজন ছাড়া ওই সময়ে এশা পড়বে না।) [আল বাহরুর রায়েক : ১/৪২৫- ২৬]

    মাগরিবের উত্তম সময়

    মাগরিব নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পড়া উত্তম। কিন্তু রমজান মাসে একটু দেরি করে পড়তে বলা হয়েছে। যাতে আগে ইফতার করে নেওয়া যায়। কারণ আগে ইফতার করতে পারলে নামাজ খুশু-খুজুর (একাগ্রতার সঙ্গে) সঙ্গে নামাজ পড়া সম্ভব। (আল বাহরুর রায়েক : ১/৪৩১)


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ