ভারতীয় ক্রীড়াজগতে শোকের ছায়া

ভারতীয় উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুর শোক সবাইকে ছুঁয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক শোক বার্তা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেই তালিকায় আছেন ভারতের ক্রীড়াজগতের কিংবদন্তিরাও।
এক টুইট বার্তায় ভারতের সাবেক কিংবদন্তী ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ বলেন, ‘ভারতের নাইটিঙ্গেল, এমন একটি কণ্ঠস্বর যা অনুরণিত হয়েছে। সারা বিশ্বের কোটি কোটি মানুষের জন্য আনন্দ এবং সুখ নিয়ে এসেছে। তার পরিবার এবং ভক্তদের জন্য আন্তরিক সমবেদনা। ওম শান্তি।’
হার্শা ভোগলে লিখেছেন, ‘দুঃখ-কষ্ট। একজন সর্বশ্রেষ্ঠ ভারতীয় আমাদের ছেড়ে চলে গেছেন। গান, স্মৃতি, আপনার জন্য আমরা যে গর্ব অনুভব করেছি তার জন্য আপনাকে ধন্যবাদ।’
ভিভিএস লক্ষ্মণ বলেন, ‘ভারতরত্ন লতা মঙ্গেশকর দিদির মৃত্যুর খবর পেয়ে বেদনাদায়ক। তার কণ্ঠ ও সুর অমর হয়ে থাকবে। তার পরিবার, বন্ধুবান্ধব এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ভক্তের প্রতি সমবেদনা।’
এমইউআর