ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

Motobad news

মনপুরায় চুলার আগুনে বসতঘর পুড়ে ছাই : আহত ২

মনপুরায় চুলার আগুনে বসতঘর পুড়ে ছাই : আহত ২
ছবি : আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার মনপুরায় আগুন লেগে একটি আধা-পকা টিন শেডের বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই সময় ফায়ার সার্ভিসের স্টেশন লিডারসহ স্থানীয় এক প্রতিবেশী আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও মোঃ শামীম মিঞা ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক।

বুধবার বেলা সাড়ে ৩ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মৌলভি আবদুর রহিমের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে মৌলভী আবদুর রহিমের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়।

দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আবদুল খালেক ও স্থানীয় প্রতিবেশী আক্তার হোসেন।

এই ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আবদুল খালেক জানান, রান্নার লাকরির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আমি সহ প্রতিবেশী একজন আহত হন। 

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে টিনসহ আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন