ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news

পেগাসাস দিয়ে নেতানিয়াহুর ছেলের ফোনে নজরদারি ইসরাইলি পুলিশের!

পেগাসাস দিয়ে নেতানিয়াহুর ছেলের ফোনে নজরদারি ইসরাইলি পুলিশের!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ও  তার কাছের মানুষদের ফোনে পেগাসাস স্পাইওয়্যার দিয়ে দেশটির পুলিশ নজরদারি চালিয়েছে বলে জানিয়েছে ইসরাইলের কয়েকটি গণমাধ্যম।

ইসরাইলের গণমাধ্যম কালকালিস্ট এ নিয়ে বেশ কয়েকটি খবর প্রকাশ করেছে।  তারা জানিয়েছে, পুলিশ অত্যাধুনিক পেগাসাস স্পাইওয়্যার সফটওয়্যার দিয়ে আন্দোলনকারী ও  ইসরাইলি জনগণের ওপর নজরদারি চালিয়েছে।  ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

কালকালিস্ট আরও জানায়, নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির মামলায় প্রধান সাক্ষীর ওপর করা হয়েছে নজরদারি। তাছাড়া নেতানিয়াহুর ছেলে আভনার, দুইজন উপদেষ্টা ও একজন বিবাদীর স্ত্রীর ফোনেও নজরদারি চলেছে।

এমনকি বড় ব্যবসায়ী, সাবেক সংসদ সদস্য, মেয়র, সাধারণ জনগণ কেউ পুলিশের নজরদারি থেকে বাদ যায়নি বলে কালকালিস্ট  জানিয়েছে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট  জানিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে এসব ঘটনার তদন্ত করা হবে। পুলিশের নজরদারি করার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: দ্য নিউ আরব


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন