ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news

তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তিন ফিলিস্তিনিকে মঙ্গলবার গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ওয়েস্ট ব্যাংকের নাবলুসে  এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গণমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে,  ইসরাইলের নিরাপত্তা বাহিনীর বিশেষ ইউনিট নাবলুসের মাকেফিহতে তিনজনকে গুলি করে।

নিহত তিন ফিলিস্তিনি হলেন আশরাফ মুবাসালাত, আদাম মাবরোকা মোহাম্মদ দাখিল।

ইসরাইলের পুলিশের দাবি, এ তিনজন জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।  আর তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেছেন।

পুলিশ আরো দাবি করেছে, এই তিনজন গত কয়েক সপ্তাহ যাবত ওয়েস্ট ব্যাংকে ইসরাইলি মানুষকে লক্ষ্য করে হামলা ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল।
ফিলিস্তিনের গণমাধ্যম ওয়াফা জানিয়েছে, নিহতরা গাড়িতে করে যাচ্ছিলেন। আর তাদের গাড়ি লক্ষ্য করে হামলা করে ইসরাইল।  

গুলিতে গাড়িটি ঝাঁজরা হয়ে গেছে বলেও জানায় ওয়াফা।

সূত্র: দ্য নিউ আরব


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ