পাকিস্তান ছেড়ে পালাতে চান শেহবাজ শরীফ ও মরিয়ম নওয়াজ

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ হোসেনের দাবি, দেশ ছেড়ে পালাতে চাইছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রেসিডেন্ট শেহবাজ শরীফ ও ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। কিন্তু তারা যে অর্থ লুট করেছেন তা ফেরত না দেয়া পর্যন্ত তাদেরকে পালাতে দেয়া হবে না।
গতকাল বুধবার পেশোয়ার প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ফাওয়াদ হোসেন বলেন, শেহবাজ ও তার ভাতিজি মরিয়ম নওয়াজ প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নাটক সাজিয়েছে। এটা তাদের দেশ ছেড়ে পালানোর তৎপরতা ছাড়া আর কিছু নয়। এর মধ্য দিয়ে তারা পালিয়ে বিদেশে চলে যাওয়ার সুযোগ চাইছেন।
পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, তারা রাজনৈতিক বামনে পরিণত হয়েছে। তারা বড় আর্থ-সামাজিক ইস্যুগুলো নিয়ে গবেষণা করে না। তারা আসলে ভুয়া খবরের উৎসে পরিণত হয়েছে। পিপিপি এবং পিএমএল-এন যখন ১০ বছর ক্ষমতায় ছিল, সেই সময়কালে তারা ২৩ ট্রিলিয়ন রুপি ঋণ নিয়েছে। দেশ প্রবেশ করেছিল এক অন্ধকার দশকে।
এমইউআর