ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news

যুক্তররাষ্ট্রে সন্ত্রাসী হামলার ক্ষতিপূরণে ব্যবহার হবে আফগান অর্থ

যুক্তররাষ্ট্রে সন্ত্রাসী হামলার ক্ষতিপূরণে ব্যবহার হবে আফগান অর্থ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভে আফগানিস্তানের যে রিজার্ভ স্থগিত অবস্থায় পড়ে আছে, তা থেকে বিভিন্ন সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিনীদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

ফেডারেল রিজার্ভে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ১ হাজার কোটি ডলার সংরক্ষিত আছে। গত বছর আগস্টে তালেবান বাহিনী দেশের জাতীয় ক্ষমতায় আসীন হওয়ার পর সেই অর্থ স্থগিত করে যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি বিভাগ।

মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থগিতাদেশে থাকা এই অর্থ কোন খাতে ব্যবহার করা হবে- তা নিয়ে এতদিন চাপে ছিল মার্কিন সরকার। কারণ, ট্রেজারি বিভাগের নির্দেশনা ছিল- সন্ত্রাসবাদের জন্য সহায়ক হয়- এমন কোনো ক্ষেত্রে এই অর্থ ব্যবহার করা যাবে না।

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ১ হাজার কোটি ডলারের মধ্যে ৭০০ কোটি ডলার ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তা বাবদ ব্যায় করা হবে। বাকি ৩০০ কোটি ডলার ব্যায় হবে অন্যান্য সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কাজে।

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বিবিসিকে এ সম্পর্কে বলেন, ‘৯/১১ হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা এবং কাকে কত আর্থিক সহায়তা দেওয়া হবে—তা চুড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে আদালতে সেই তালিকা পাঠানোও হয়েছে। আদালত সম্মতি দিলেই ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হবে।’

এদিকে, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান মার্কিন সরকারের এই সিদ্ধান্তকে ‘চুরি’ ও ‘আদর্শগত অবক্ষয়’ বলে নিন্দা জানিয়েছে।   

কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ নাঈম শুক্রবার এক টুইটবার্তায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেন, ‘এটি একেবারেই স্পষ্ট একটি চুরি এবং আদর্শগত বিচ্যুতি চরম পর্যায়ে গেলেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব।’

আফগানিস্তানের অর্থনীতি ব্যাপকভাবে বৈদেশিক সাহায্যনির্ভর; কিন্তু গত বছর ১৫ আগস্ট তালেবান বাহিনী জাতীয় ক্ষমতা দখলের পর দেশটিতে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দেয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দাতা দেশগুলো।

ফলে, মারাত্মকভাবে ক্ষতিগস্ত হয় দেশটির অর্থনীতি। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে আফগানিস্তানের এক তৃতীয়াংশেরও বেশি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে আছেন এবং ২০২২ সালের মাঝমাঝি সময়ের মধ্যে এই হার আরও বাড়বে।

বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, চরম মানবিক বিপর্যয়ের মুখে থাকা সাধারণ আফগানদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ৩৫০ কোটি ডলার বরাদ্দ করেছে মার্কিন সরকার, কিন্তু সেই ডলার পাঠানোর ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে।

তালেবান সরকারের কাছে এই অর্থ স্থানান্তর করতে চাইছে না যুক্তরাষ্ট্র, কিন্তু তার বিকল্প হিসেবে কোন সংস্থার কাছে অর্থ পাঠানো হবে— সে সিদ্ধান্তও এখনও নিতে পারেনি বাইডেন প্রশাসন।

‘এক মাস আগেই কেন্দ্রীয় বিচার বিভাগ আফগানিস্তানে সেই অর্থ পাঠানোর অনুমতি দিয়েছে, কিন্তু কোন সংস্থার ঠিকানায় অর্থ পাঠানো হবে- সে বিষয়ক কোনো সিদ্ধান্ত এখনও প্রশাসন নিতে পারেনি’,— বিবিসিকে বলেন ওই কর্মকর্তা।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ