ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news

পোল্যান্ডে নামলো মার্কিন যুদ্ধবিমান, উত্তেজনা তুঙ্গে

পোল্যান্ডে নামলো মার্কিন যুদ্ধবিমান, উত্তেজনা তুঙ্গে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


ইউক্রেন-রাশিয়া উত্তেজনার মধ্যেই পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি শক্তিশালী করতে পোল্যান্ডে পৌঁছেছে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডের লাস্ক শহরের বিমানঘাঁটিতে যুদ্ধবিমানগুলো অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করলেও পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্ল্যাশজাক কতগুলো যুদ্ধবিমান ঘাঁটিতে নেমেছে তা জানাননি।

এর আগে সেখানে ৩৫০ জন সেনা মোতায়েন করে যুক্তরাজ্য। এমনকি পোল্যান্ডের সঙ্গে সংহতি প্রকাশ করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটি সফর করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্ল্যাশজাক লিখেছেন, লাস্ক শহরের বিমানঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ এসে পৌঁছেছে। এগুলো ন্যাটোর পূর্বাঞ্চলীয় বিমান টহল মিশনকে সহায়তা করবে।

পোল্যান্ডের পাশাপাশি ইউক্রেনকে ঘিরে থাকা মিত্র দেশগুলোতেও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: রয়টার্স


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ