ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

ময়মনসিংহ মেডিকেল কলেজ: করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ: করোনা ইউনিটে ২ জনের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত দুই জন হলেন- ময়মনসিংহ সদর উপজেলার আব্দুস সামাদ (৬৫) ও আব্দুর রশিদ (৫৫)।

শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আট জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৮৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ৩৮ জন করোনা পজিটিভ। এছাড়াও করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ২৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৩ জন করোনা শনাক্ত হয়েছেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন