অখিলেশকে জেতার কৌশল শেখালেন মমতা

পশ্চিমবঙ্গের ‘খেলা’ উত্তরপ্রদেশে নিয়ে গেলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে বাংলা ‘মডেল’ অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি।
গত মঙ্গলবার সমাজবাদী পার্টি অফিসের মাঠে অখিলেশের সমর্থনে ভার্চুয়াল সভায়ও উপস্থিত ছিলেন মমতা।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, তৃণমূল প্রধান যখন সমাজবাদী পার্টি অফিসের মাঠে অখিলেশের সমর্থনে ভার্চুয়াল সভা করছেন,তখন কিছু দূরেই বিজেপির রাজ্য দফতরে দলের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অখিলেশের মঞ্চ থেকে বিজেপির উদ্দেশে মমতা বলেন, ‘ভোট চাওয়ার আগে বিজেপি ক্ষমা চাক।’ তিনি প্রশ্ন করে বলেন, ‘হাথরসের মা- বোনদের কাছে ক্ষমা চেয়েছ? উন্নাওয়ের জন্য ক্ষমা চেয়েছ? কৃষক আন্দোলনে গাড়ি চাপা দিয়ে মারার জন্য, এনআরসি এবং দাঙ্গার জন্য ক্ষমা চেয়েছ?’
পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনে অমিত শাহই ছিলেন বিজেপির সেনাপতি। কলকাতায় ইশতেহারও প্রকাশ করেছিলেন তিনি। ওই ভোটে মমতার ‘খেলা হবে’ স্লোগান রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছিল। অদ্ভুত সমীকরণে এ দিন লক্ষ্ণৌ দাঁড়িয়ে অখিলেশের জন্য সেই স্লোগানকেই হাতিয়ার করেন তিনি।
মমতার দাবি, ‘উত্তরপ্রদেশের মানুষ বিজেপিকে ক্ষমা করবে না। দেশের মানুষ তোমাদের ক্ষমা করবে না।’
করোনা মোকাবিলায় যোগী সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করে মমতা বলেন, ‘আপনারা জলে আগুন জ্বেলেছেন। এখানকার মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে। পাপের শেষ নেই। সেগুলো ভেসে মালদহে গেলে আমরা সৎকারের ব্যবস্থা করেছি।’
পাশাপাশি নির্বাচনে জিততে অখিলেশ যাদবকে কিছু পরামর্শও দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে নারী, অনগ্রসর শ্রেণি সবার হাতে ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ডে’র মতো কিছু না কিছু তুলে দেওয়ার প্রকল্প ঘোষণা করার পরামর্শ দেন তিনি।
এইচকেআর