ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

আব্দুল ওদুদের নেতৃত্বে নবনির্বাচিত চেয়্যারমানদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

 আব্দুল ওদুদের নেতৃত্বে নবনির্বাচিত চেয়্যারমানদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজোলার নবনির্বাচিত চেয়্যারমানরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আবদুল ওদুদের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর  উপজেলার চৌদ্দটি নবনির্বাচিত চেয়ারম্যানদের ১১ জন চেয়ারম্যান এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।তিন নং ঝিলিম ইউনিয়ন  লুতফুল হাসান, চার নং বারঘরিয়া ইউনিয়ন  হারুনুর রসিদ,পাঁচ  নং মহারাজপুর ইউনিয়ন   নাহিদ ইসলাম রাজন,
সাত নং চর উনপনগর ইউনিয়ন  আব্দুল বাদী বাদশা,  আট নং আলাতুলি ইউনিয়ন  জয়নাল আবেদীন, নয় নং দেবি নগর ইউনিয়ন  হাফিজুর রহমান হাফিজ,  দশ নং  ইসলামপুর ইউনিয়ন  জসিম উদ্দিন, এগারো  নং শাজাহানপুর ইউনিয়ন   তরিকুল ইসলাম, বারো নং চরবাগডাঙা ইউনিয়ন  শাহিদ রানা টিপু, তেরো নং নারায়নপুর ইউনিয়ন  নাজির হোসেন, চৌদ্দ  নং সুন্দরপুর ইউনিয়ন  হাবিবুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম সহ সভাপতি আমিনুল ইসলাম উপদপ্তর সম্পাদক মো.  মনিরুল ইসলামসহ অনান্যরা।

 

ফেরদৌস সিহানুক শান্ত/ চাঁপাইনবাবগঞ্জ


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন