ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

১১ বছরের জাকারিয়া ৯৪ দিনে কুরআনের হাফেজ

 ১১ বছরের জাকারিয়া ৯৪ দিনে কুরআনের হাফেজ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পবিত্র কুরআনের হাফেজ হলেন মোহাম্মদ জাকারিয়া বাবু। মাত্র ৯৪ কর্মদিবসে তিনি হেফজ সম্পন্ন করেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে শেষ ছবক গ্রহণের মাধ্যমে তিনি আল-কুরআনের ৩০ পারার হাফেজ হলেন। হাফেজ জাকারিয়া ধুনট উপজেলার গোপালনগর গ্রামের মুহাব্বত আলীর ছেলে।

 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে অবস্থিত কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া (মাদরাসা) থেকে হাফেজ মোহাম্মদ জাকারিয়া বাবু এই কোর্স শেষ করেন।

তার হেফজের ওস্তাদ হাফেজ মাওলানা হাসান আলী আরটিভি নিউজকে জানিয়েছেন, হাফেজ জাকারিয়া বাবু আমাদের প্রতিষ্ঠানে গত বছরের ৪ সেপ্টেম্বর প্রথম পাঠ গ্রহণ করেন। সেই থেকে সাপ্তাহিক, মাসিক ও ছুটির দিন ব্যতীত মাত্র ৯৪ দিনে তিনি কুরআনের হাফেজ হলেন।

কাজিপুর আর জামিয়াতুল মাদানিয়া (মাদরাসার) মুহতামিম মুফতি আবু নাঈম ফয়জুল্লাহ জানান, জাকারিয়া একজন বিস্ময় বালক। সে মাত্র ১১ বছর বয়সে এবং ৯৪ দিনে হাফেজ হয়েছে। এ কারণে আজ আমরা আনুষ্ঠানিকভাবে তাকে কুরআনের হাফেজ হিসেবে স্বীকৃতি দিলাম। আশা করি সে অনেকদূর এগিয়ে যাবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন