ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

৩য় বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রওশন আলী

৩য় বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রওশন আলী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

৩য় বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাবনা আমিনপুর থানার অফিসার ইনর্চাজ মো. রওশন আলী। প্রতি মাসে একবার জেলার প্রতিটা থানার কার্যক্রমের উপর এবং বিভিন্ন অপরাধ পর্যালোচনা করে পুলিশ সুপার জেলার সকল থানার অফিসার ইনচার্জদের নিয়ে মাসিক আলোচনা করেন এবং বিভিন্ন পদস্থ থেকে একজন করে শ্রেষ্ঠত্ব নির্বাচিত করেন।

তারই ধারাবাহিকতায় চলতি বছরের জানুয়ারী মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন পাবনা আমিনপুর থানার অফিসার ইনর্চাজ মো রওশন আলী ।

শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ  নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন থানা এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
উল্লেখ্য, মোঃ রওশন আলী আমিনপুর থানায় যোগদানের পর থেকেই পাল্টে গিয়েছে আমিনপুরের পুরো চিত্র। সব থেকে বড় যেটা তা হলো তিনি সন্ত্রাস,মাদক নিমূলে অবিরাম কাজ করে চলেছেন। দিন রাত তিনি কোন তফাৎ দেখেন না। ধনী গরীবের কোন ভেদাভেদ তার কাছে নেই। আইনের পাল্লায় তার কাছে দুপক্ষই সব সময় সম- পরিমান।

তিনি শুধু প্রশাসনিক আর অফিসিয়াল কাজেই নিজেকে ব্যস্ত রাখেন না। নিজ অর্থায়নে তার কর্মস্থলকে সাজিয়ে তুলেছেন নতুন করে । তিনি একজন মানবতার ফেড়ীওয়ালা খ্যাত মানুষ হিসাবে আমিনপুরবাসীর কাছে পরিচিত। অসহায় নিপিরিত সুবিধা বঞ্চিত মানুষদের তিনি  সাধ্যমতো সাহায্য সহযোগীতা করে চলছেন অবিরাম। সদা হাস্যজ্জল এই মানুষটি আমিনপুরবাসীর অহংকার। থানা সৃষ্টি লগ্ন থেকে অনেক অফিসার ইনচার্জ আমিনপুরে আসছে গেছে কিন্তু এমন চৌকস মানুষ  আর কখনই আসেনি এখানে। এমন মানুষই তো শ্রেষ্ঠ হবে এটাই স্বাভাবিক। দীর্ঘজীবি হোক এই মানুষটি এমন প্রত্যাশাই করেন আমিনপুরের সর্বস্তরের জনগন।

আলমগীর কবির পল্লব/পাবনা  

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন