ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

নরসিংদীতে বিভিন্ন অপরাধে ৬ আসামী গ্রেফতার

নরসিংদীতে বিভিন্ন অপরাধে ৬ আসামী গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নরসিংদীর পলাশে পুলিশের হাতে বিভিন্ন অপরাধে ৬ আসামী গ্রেফতার হয়েছে। আজ মঙ্গলবার তাদের বিভিন্ন এলেকা থেকে আটক করা হয়।

পুলিশ জনায়, এরা হচ্ছে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী ১ জন, ফৌ:কা:বি: আইনের ১৫১ ধারা মোতাবেক ৩ জন, চুরি মামলায় ১ জন ও রিমান্ড ফেরত ১ জন রয়েছে। 

গ্রেফতারকৃতরা হলো- হৃদয় (২৪) পিতা-জামাল উদ্দিন সাং-রামাইনন্দী, ইব্রাহিম (২১) পিতা-মো: রবিন মিয়া সাং-নিমাইনন্দী, আসিক (২১) পিতা-মো: খোকন মিয়া সাং-নিমাইনন্দী সর্ব থানা-পলাশ জেলা-নরসিংদী, কবির হোসেন ওরফে কাউসার (৩০) পিতা-সাদিক মিয়া সাং-মরজাল (বটিয়ার) থানা-রায়পুরা জেলা-নরসিংদী, মো: মনির হোসেন পিতা-জজ মিয়া  সাং-খালিশকারটেক সাং-(ঘোড়াশাশ বাইপাস কাউন্টারের দক্ষিন পাশে) থানা-পলাশ জেলা-নরসিংদী ও নুরআেলম ওরফে নুরুল আমনি ওরফে মঠিাই (৫০) পতিা- মোঃ ইয়াকুব আলী ওরফে ইউনুস, সাং- মাঠয়িাল কান্দা (মাটয়িালকান্দা) থানা-মাধবদী, জেলা-নরসিংদী।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন