ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

পাঁচদোনা টঙ্গী সড়ক থেকে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার

পাঁচদোনা টঙ্গী সড়ক থেকে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নরসিংদীর পলাশ নির্বাচনী এলেকা  চাকশাল থেকে এক মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পাঁচদোনা টু টঙ্গী গাজীপুর সড়কের পাশ থেকে আনুমানিক ত্রিশ বছর বয়সি অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চত করেছেন মাধবদী থানার উপ-পরিদর্শক (এস আই) শাহাদাত হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ওই সড়কে পাশে ধুমরে-মুচড়ে যাওয়া একটি নম্বর বিহীন কালোরঙের পালসার মটরসাইকেল পড়ে থাকতে দেখেন। এর অপর দিকে গাজীপুর লেখা কিলোমিটার সাইনের সাথে হলুদ ট্রি-শার্ট পড়হিত একটি ফর্সা বর্ণের যুবকের মরদেহ পড়ে রয়েছে। এরপর মাধবদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের সোরত হাল দেখে সড়ক দুর্ঘটনা নিশ্চিত করেন।

পরে ময়না তদন্তের জন্য অজ্ঞাত ওই যুবকের মরদেহটি নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
এস আই শাহাদাত হোসেন জানান, টঙ্গী টু পাঁচদোনা সড়কের ভাটপাড়া এলাকায় একটি ফাঁকা যায়গায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা কেউ দুর্ঘটনার কারণ বা গাড়ী সনাক্ত করতে পারেনি। ওই সড়কের পাশে ধুমরে-মুচড়ে মটরসাইকেল এর ডান পাশে নিহত মরদেহ পড়েছিলো। মরদেহটি উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। স্বজনদের খোঁজ করা হচ্ছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন