ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

বানিয়াচংয়ে ৬ ব্যাবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

বানিয়াচংয়ে ৬ ব্যাবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত  বিভিন্ন অনিয়মের কারণে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ সময় র‍্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
বানিয়াচং উপজেলার  রত্নাবাজার, বড় বাজারে অভিযান পরিচালনা করা হয়।

মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে বড় বাজার বাপ্পী ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়, এ সময় একই বাজারের জননী ফার্মেসীকে ৫ হাজার, রত্মা বাজারের শেখ ট্রেডার্সকে সাড়ে ৩ হাজার,বিথঙ্গল হোটেলকে ২ হাজার, ভাই ভাই স্টোরকে ২ হাজার ও মীম স্টোরকে ১৫শ’ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।  জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক ম্যাজিস্ট্রেট দেবানন্দ সিনহা অভিযান পরিচালনা করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন