ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

তামান্নাকে মাইক্রোবায়োলজি পড়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর

তামান্নাকে মাইক্রোবায়োলজি পড়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর
অদম্য শিক্ষার্থী তামান্না নূরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ফোনে খবর নেওয়ার পর এবার অদম্য শিক্ষার্থী তামান্না নূরাকে ফোন দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি পড়ার পরামর্শের পাশাপাশি তামান্নার সঙ্গে দেখা করার জন্য শিগগির যশোর আসবেন বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন তামান্নার বাবা রওশন আলী।

এর আগে সোমবার বিকেলে ও সন্ধ্যায় তামান্নার সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। ফোন দিয়ে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তামান্নার স্বপ্নপূরণে যেকোনো সহযোগিতার আশ্বাস দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দুই কন্যা।

তামান্নার বাবা রওশন আলী বলেন, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আমার ফোনে কল দিয়ে তামান্নার খবর নেন। একপর্যায়ে তামান্নার সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। তামান্নার সঙ্গে দীর্ঘ ২৪ মিনিট ৩০ সেকেন্ড কথা বলেছেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি তামান্নাকে বলেন, মনোবল হারানো যাবে না। গোটা বাংলাদেশ তোমার সঙ্গে আছে।


তুমি এগিয়ে যাও। তোমার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আছেন। তুমি নুরের নূর। আল্লাহু রাব্বুল আল-আমিন তোমাকে নুরের আলোয় আলোকিত করেছে। এক পা দিয়ে তুমি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ, তুমি পারো এবং পারবে।

 

রওশন আলী আরও বলেন, ডা. দীপু মনি আমার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিষয় নিয়ে পড়াশোনার পরামর্শ দিয়েছেন এবং খুব তাড়াতাড়ি তামান্নার সঙ্গে দেখা করতে যশোরে আসবেন তিনি।

এদিকে, মঙ্গলবার ঝিকরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান তামান্নাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টি নিয়ে তার বাসায় যান। উপজেলা প্রশাসন সবসময় তার পাশে থাকবে বলে জানান।

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুরের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির তিন সন্তানের মধ্যে বড় তামান্না নূরা। তামান্না যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। রোববার প্রকাশিত ফলাফলে এসএসসির মতো এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন তিনি।

এর আগে তামান্না ২০১৯ সালে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া জনাব আলী খান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। একই ফল করেছিলেন পিইসি ও জেএসসিতেও। বাবা রওশন আলী ঝিকরগাছা উপজেলার ছোট পৌদাউলিয়া মহিলা দাখিল মাদরাসার (নন-এমপিও) শিক্ষক। মা খাদিজা পারভীন গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে তামান্না সবার বড়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন