ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news

সাইবার হামলার কবলে ইউক্রেন, বন্ধ হাজার হাজার এটিএম

 সাইবার হামলার কবলে ইউক্রেন, বন্ধ হাজার হাজার এটিএম
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত কয়েক দিন ধরে ইউক্রেন-রাশিয়া ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে সাইবার হামলার কবলে পড়েছে ইউক্রেনের ইন্টারনেট পরিষেবা। আর সে কারণে বন্ধ হয়ে গেছে সরকারি-বেসরকারি প্রায় সব কাজকর্ম। ব্যাংকের সঙ্গে মূল সার্ভারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে অচল হয়ে পড়েছে হাজার হাজার এটিএম। এ সাইবার হামলার জন্য রাশিয়াকেই দায়ী করছে ইউক্রেন।

ইউকেনের জনগণও যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন। যেকোনো মুহূর্তে হামলা হতে পারে এই আশঙ্কায় জনজীবন যতটুকু পারা যায় গুছিয়ে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা করছে ইউক্রেনবাসী। ফলে টাকা তুলতে এটিএম বুথের সামনে লম্বা লাইন দেখা যায়। কিন্তু আচমকাই অচল সবকিছু।

 

মোবাইলে ইন্টারনেট আছে কিন্তু তা দিয়ে কোনো কাজ করা যাচ্ছে না। এমনকি, স্তব্ধ দেশের প্রতিরক্ষা দপ্তরের সরকারি ওয়েবসাইটও। একাধিক ব্যাংকের মূল সার্ভারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির ইতিহাসে এ পর্যন্ত বৃহত্তম সাইবার হামলার মুখে পড়ল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হ্যাকের পেছনে রয়েছে রাশিয়ার হাত।

ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তাদের ওয়েবসাইটেও হামলা হয়েছে। ফলে কোনোভাবেই তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না কেউ।

এ ধরনের সাইবার হামলাকে বলা হয় ডিট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস (ডিডিওএস)। এর আগেও রাশিয়া একাধিকবার ইউক্রেনে সাইবার হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু এবারে সাইবার হামলার ব্যাপ্তি আরও ব্যাপক।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর মুখপাত্র জানান, দক্ষিণ ও পশ্চিম প্রদেশের সেনাবাহিনীর সংশ্লিষ্ট মহড়া শেষ হওয়ায় তারা নিজ নিজ ঘাঁটিতে ফিরে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, তাদের বাহিনী ইউক্রেন সীমান্ত ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।

তবে ঠিক বাহিনীর কত অংশ সরছে তার হিসেব দেয়নি পুতিন সরকার। এই ঘটনায় যুদ্ধের উত্তেজনা খানিকটা হলেও কমেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু ইউক্রেনে এমন সাইবার হামলা ফের একবার উত্তেজনার পারদ চড়াতে পারে।

সূত্র: আনন্দবাজার


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন