ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

 খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

 খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌর কাঁঠালী এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে ওসমান (৬) ও একই এলাকার মো. বশিরের মেয়ে সাদিয়া (৫)। 

স্থানীয়রা জানায়, বিকেলের দিকে বৃষ্টির পর ওই এলাকার হাজী ইসমাইল দেওয়ান বাড়ির দুটি শিশু ওসমান ও সাদিয়া খেলছিল। এ সময় খেলতে গিয়ে দুইটি শিশুই পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খোঁজ শুরু করে। একপর্যায়ে ওই পুকুর থেকে শিশুর দু’টির ভাসমান নিথর দেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন