ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

মহেশপুর সীমান্তে ৭৪ লাখ টাকার সোনার বার জব্দ

মহেশপুর সীমান্তে ৭৪ লাখ টাকার সোনার বার জব্দ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১০টি সোনার বার উদ্দঅর করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিশ্চিন্ত গ্রামের মাঠ থেকে এই সোনা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান।

তিনি জানান, মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মাঠের মধ্যে সোনার বার পড়ে থাকতে দেখে বিজিবি সেখানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭৪ লাখ ১৩ হাজার ৫০৭ টাকা মুল্যের এক কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন