ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সাংবাদিক সেজে ১৭ বছর পলাতক ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

সাংবাদিক সেজে ১৭ বছর পলাতক ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ হোসেন ওরফে কামাল ছদ্মবেশে পালিয়ে ছিল ১৭ বছর। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ হোসেন ওরফে কামাল সাংবাদিক সেজে ১৭ বছর ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে শুক্রবা দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন