ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news

হিজাব ইস্যু: আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করলেন কলেজের অধ্যক্ষ

হিজাব ইস্যু: আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করলেন কলেজের অধ্যক্ষ
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হিজাব ইস্যু নিয়ে ভারতের কর্ণাটকে বিতর্ক চলছেই। ক্লাসরুমে হিজাব পরা যাবে কী না, তা নিয়ে কর্ণাটকের হাইকোর্টে প্রতিদিনই শুনানি চলছে। এরই মধ্যে হিজাব পরার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে শুক্রবার এফআইআর দায়ের করেছেন তুমাকুরু জেলার এক কলেজের অধ্যক্ষ।

এই প্রথমবারের মতো আন্দোলনকারীদের বিরুদ্ধে হাইকোর্টের অন্তর্বর্তী আদেশ লঙ্ঘনের অভিযোগে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো বলে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে।

তুমাকুরুর ইমপ্রেস কলেজের অধ্যক্ষ গত দুই দিনে অন্তর্বর্তী আদেশ লঙ্ঘনের অভিযোগে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে তুমাকুরু সিটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ওই শিক্ষার্থীরা হিজাব পরেই ক্লাসে অংশ নেওয়ার দাবিতে আন্দোলন করছিল।

তবে ওই এফআইআরে অধ্যক্ষ কোনো শিক্ষার্থীর নাম উল্লেখ করেননি।

হিজাব পরে ক্লাসে যাওয়ার অনুমতি চেয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে এই প্রথম এফআইআর দায়ের করা হলো।

এর আগে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র বলেছিলেন, শিক্ষার্থীদের প্রতি আর কোনো নমনীয় দৃষ্টিভঙ্গি থাকবে না। অন্তর্বর্তী আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছিলেন তিনি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন