ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news

৪ হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে মাঝ সাগরে পুড়ছে জাহাজ

 ৪ হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে মাঝ সাগরে পুড়ছে জাহাজ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আটলান্টিক মহাসাগরে প্রায় চার হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে পানামার পতাকাবাহী দ্য ফেলিসিটি এইসের একটি বিশাল কার্গো জাহাজে আগুন লেগেছে। বুধবার সন্ধ্যায় আজোর দ্বীপের কাছে জাহাজটিতে আগুন লাগে। এতে ভক্সওয়াগেন গ্রুপের ল্যাম্বোরগিনি, পোর্শে, অডি গাড়ি রয়েছে।

পর্তুগালের নৌবাহিনী ও বিমানবাহিনী জানায়, জাহাজটির ২২জন ক্রুকে সফলভাবে সরিয়ে আনা হয়েছে। তাদেরকে স্থানীয় একটি হোটেলে রাখা হয়েছে। জাহাজটিতে কোনও মানুষ নেই এবং ভাসমান অবস্থায় রয়েছে।
 
ভক্সওয়াগেনের যুক্তরাষ্ট্র অপারেশনের একটি অভ্যন্তরীণ ইমেইলে উল্লেখ করা হয়েছে, জাহাজটিতে ৩ হাজার ৯৬৫টি ভক্সওয়াগেন এজি গাড়ি ছিল।

এতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাকের হউস্টন বন্দরগামী শতাধিক কার, যেগুলোর মডেল জিটিআই, গলফ আর ও আইডি.৪ ঝুঁকিতে রয়েছে।

পোর্শে’র এক মুখপাত্র জানান, কোম্পানির ধারণা জাহাজটিতে তাদের প্রায় ১১০০ গাড়ি ছিল। এই গাড়িগুলোর ক্রেতাদের সঙ্গে সংশ্লিষ্ট অটোমোবাইল ডিলারের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার শেষ রাতে জাহাজটির মালিক এটিকে টো করে নিয়ে আনার উদ্যোগ নিচ্ছেন।

সাগরে গাড়িবাহী জাহাজে আগুনের ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে গ্রান্ডে আমেরিকায় আগুন লাগলে তা ডুবে যায়। এতে ছিল ২ হাজারের বেশি অডি ও পোর্শের মতো বিলাসবহুল গাড়ি।

সূত্র: ব্লুমবার্গ


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন