ঢাকা মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রশাসন কোনো পক্ষের হয়ে কাজ করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নুর ভোটে দায়িত্বরত কেউ গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার করতে পারবেন না দুর্নীতির বরপুত্র বরিশাল বিআরটিএ’র শাহ আলম কারাগারে, আদালত চত্বরে সাংবাদিককে লাথি ভোলায় সড়কে প্রাণ গেলো ৪ জনের সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড ৫৪ বছর ধরে যখন যে ক্ষমতায় এসেছে এ দেশকে খাবলে খামচে তছনছ করেছে হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো: ফখরুল হাইকোর্টে জামিন পেলেন স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দাম জামায়াতের সঙ্গে জোট না গড়ার কারণ জানালেন চরমোনাই পীর বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা প্যাদা গ্রেপ্তার
  • প্রতারণার ফাঁদে মোবাইল ও টাকা হারালো ৩ সবজি বিক্রেতা

    প্রতারণার ফাঁদে মোবাইল ও টাকা হারালো ৩ সবজি বিক্রেতা
    প্রতারণার শিকার সবজি বিক্রেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় এবার অভিনব কায়দায় প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারক চক্র। ক্রেতা সেজে তারা করছে বিভিন্ন ধরনের এ প্রতারণা। শনিবার সকালের দিকে কলাপাড়া পৌরসভার এতিমখানা কালভার্ট এলাকায় দুই সবজি বিক্রেতার কাছ থেকে নগদ টাকা, সবজি ও দুটি মোবাইল নিয়ে যায় এ প্রতারকচক্র।

    সবজি বিক্রেতা টিয়াখালী ইউনিয়নের মো: সিদ্দিক হাওলাদার এ প্রতিনিধিকে জানান, শনিবার সকালের দিকে এতিমখানা কালভার্ট এলাকায় লাউ ও বেগুন বিক্রি করতে আসি। এসময় মধ্যম বয়সী এক প্রতারক আমার কাছ থেকে সব লাউ ও বেগুন কিনে নেওয়ার কথা বলে।

    বাড়িতে গিয়ে টাকা দেবে বলে আমাকে নিয়ে যায়, পথিমধ্যে প্রতারকের মোবাইলে টাকা নাই বলে কথা বলার জন্য আমার কাছ থেকে মোবাইল (০১৭৩৯২৮৫৬৭৭) নিয়ে কথা বলে এবং মাছ কেনার কথা বলে আমার কাছ থেকে নগদ এক হাজার টাকা ও স্মাট ফোন নিয়ে মোটর সাইকেল চালিয়ে চলে যায়।

    আরেক সবজি বিক্রিতা নীলগঞ্জ ইউনিয়নের মো: ইউনুস হাওলাদার এ প্রতিবেদককে বলেন, একই কায়দায়  শনিবার সকালে আমার বোম্বাই মরিচ, নগদ টাকা ও মোবাইলে কথা বলবে বলে আমার মোবাইল ফোন নিয়ে যায়।

    প্রতরণার শিকার আরেকজন মজিদ হাওলাদার সাংবাদিকদেও জানান, কিছুদিন আগে আমার কাছ থেকে রহমতপুর মাঝ গ্রাম এলাকা থেকে টাকা খুচরা করার কথা বলে নগদ এক হাজার নোট নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরশু একই ঘটনা ঘটেছে চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের রশিদ প্যাদা সাথে তার কাছ থেকে নগদ দুই হাজার টাকা নিয়ে যায়।

    এবিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম গনমাধ্যমকে জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ