ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ভেজাল কীটনাশক তৈরীর দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ভেজাল কীটনাশক তৈরীর দায়ে ব্যবসায়ীকে জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বালুর সঙ্গে রঙ মিশিয়ে ভেজাল কীটনাশক তৈরী করার দায়ে মো. সেলিম আলদিন (২৪) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার রাতে উপজেলার মাস্টার বাজার সংলগ্ন রাস্তার পাশের জুয়েলের রাইসমিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 
 
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ। ব্যবসায়ী মো. সেলিম আলদিন (২৪) কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর প্যাড়াভাঙ্গা গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ কাম ইউডিএ স্বপন কুমার বর্মনসহ অন্যান্যরা। 

এ বিষয়টি উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের নজরে আসায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার মাস্টার বাজার সংলগ্ন রাস্তার পাশের জুয়েলের রাইসমিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 
লাল বালুর সঙ্গে এসিআই ফুরান এবং রঙ মিশিয়ে ভেজাল পণ্য (কীটনাশক কার্বোফুরান) তৈরি করার দায়ে ব্যবসায়ী মো. সেলিম আলদিনকে (২৪) আটক করা হয়। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ধারা-৪১ মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন