ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস পালিত

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলার সরকারি, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-বীমা, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ-সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দিবসটি পালন করেন।

রোববার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। কর্মসূচির মধ্যে ছিল একুশের প্রভাতে শহীদ মিনার পাদদেশে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাঙ্গালী ভোজ ও দোয়া মাহফিল।

রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমন্বিতভাবে পুস্পমাল্য অর্পণ করে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত আহবায়ক আফরুজা বারী, ওসি তৌহিদুজ্জামান, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু। পরে পৃথকভাবে পুস্প্যমাল্য অর্পণ করেন।

 সোমবার উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত আহবায়ক মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ কমিটির উপদেষ্টা সাজেদুল ইসলাম, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক ও দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা, আ’লীগ যুগ্ম আহবায়ক আহসান আজিজার সরদার মিন্টু, যুবলীগ সভাপতি মিজানুর রহমান লিটু, স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ্ আল মেহেদী রাসেল, শ্রমিক লীগ আহবায়ক গণেশ শীল, উপজেলা ছাত্রলীগ আহবায়ক রুহুল আমিন প্রামানিক, যুগ্ম আহবায়ক রতন মিয়া, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু প্রমূখ।

অপরদিকে পুটিমারি উচ্চ বিদ্যালয়, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে।


হযরত বেল্লাল/সুন্দরগঞ্জ

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন