ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

হাতীবান্ধায় ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৩

 হাতীবান্ধায় ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৩
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পৃথক অভিযানে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১৪০ বোতল ফেনসিডিল ও গাঁজা সহ ৩ জনকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।  

সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোরে  ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক আসামী আসাদুল ইসলাম একই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলামের ছেলে।

দোয়ানী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ  উপ পুলিশ পরিদর্শক (এস আই) আবু বক্কর সিদ্দিক জানান,  গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই ইউনিয়নের বেজগ্রাম এলাকার হাতীবান্ধা রেলগেটে অভিযান পরিচালনা করি। এ সময় সন্দেহভাজন  একজনকে দুটি  বস্তা নিয়ে দাড়িয়ে থাকতে দেখি। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার বস্তা থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  

এর আগে একিই উপজেলার বাড়াইপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ১০০ গ্রাম গাজা উদ্ধার করেন হাতীবান্ধা থানা পুলিশ।

লালমনিরহাট হাতীবান্ধা থানার বিশেষ অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। অপর দিকে রোববার ভেলাগুড়ি ইউনিয়নের গুরুর চৌপথি নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সৈয়দ রাসেল  শামীম (২৮) এবং মোঃ শিমুল মিয়া (৩০)কে মোট ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি  মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। সকালে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণা করা হয়েছে।

 

 

মোস্তাফিজুর রহমান/লালমনিরহাট 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন