ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হবিগঞ্জের বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। দিবসের শুরুতেই রাত ১২টা ১মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্থবক অর্পণ করা হয়।

পুস্পস্থবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা,প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক,শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতাকর্মীরা পুস্পস্থবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আংগুর মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, আসাদুর রহমান খান,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, ছায়েব আলী, আজমল হোসেন খান, বাবুল মিয়া প্রমূখ।

পতাকা উত্তোলনের পর প্রভাত ফেরি করা হয়। সকাল সাড়ে ৮ টায় শহীদ মিনার চত্ত্বরে কবিতা পাঠের আসর বসানো হয়। সকাল ৯ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, অধ্যক্ষ স্বপন কুমার দাস,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, পল্লী সঞ্চয় কর্মকর্তা সুদীপ কুমার দে, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া প্রমূখ। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাদ যোহর মসজিদে মিলাদ মাহফিলে দোয়া ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন