ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

হাতিয়ায় মেম্বার প্রার্থী হত্যা : জড়িত তিন ভাই মনপুরায় আটক

হাতিয়ায় মেম্বার প্রার্থী হত্যা : জড়িত তিন ভাই মনপুরায় আটক
ছবি : হত্যার ঘটনায় আটক তিন ভাই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নোয়াখালী হাতিয়ার সোনাদিয়া ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক মেম্বার প্রার্থী নিহত হন, এই সময় গুরুতর আহত হন ৪ জন। 

শুক্রবার সকালে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এই হামলার ঘটনা ঘটে।

এদিকে শুক্রবার হামলা ও হত্যার সাথে জড়িত ৫ জন স্পীডবোটযোগে মনপুরায় পালিয়ে আসেন। ঘটনাটি দুপুর ২ টায় হাতিয়া থানা পুলিশ মনপুরা থানাকে অবহিত করে। 

একপর্যায়ে ঘটনার সাথে জড়িত ৫ জন মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার থেকে স্পীডবোটে করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ-জনতা ধাওয়া করে। পরে জড়িত ৫ জন জনতা বাজার সংলগ্ন বনবিভাগের কেওড়া বাগানের গহীন বনে আত্মগোপন করেন। সন্ধ্যা ৬ টায় কেওড়া বাগানে পুলিশ-জনতা-কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩ জনকে আটক করলেও অপর ২ জনকে আটক করা সম্ভব হয়নি।

মনপুরা পুলিশের হাতে আটকরা হলেন, সোনাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার মোসলেহউদ্দিন ফারুক, খোকন ও রাসেদ। এরা তিন ভাই হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের বাসিন্দা মৃত আবদুল আউয়ালের ছেলে।

এদিকে হামলায় নিহত মেম্বার প্রার্থী জোবায়ের হাসান সোনাদিয়া ইউনিয়নের মধ্য চরচেঙ্গা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি সোনাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী ছিল। আহতরা হলেন, মেহেদী হানান জীবন (২২), মোঃ ইরাক (৩৫), মোঃ রাজু (৩০),  মোঃ রহিম (৩৮)। এদের সবার বাড়ি সোনাদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এদিকে ঘটনার পর হত্যায় জড়িতরা স্পীডবোট করে মনপুরা পালিয়ে আসছিলেন। তখন হাতিয়ার কোস্টগার্ড ওই স্পীডবোটকে ধাওয়া করে। পরে দুপুর ৩ টায় হাতিয়া কোস্টগার্ডের লে. কমান্ডার বিশ্বজিত এর নেতৃত্বে একটি টিম মনপুরার চরফৈজুদ্দিন থেকে যে স্পীডবোট করে ঘটনার সাথে জড়িতরা পালিয়ে মনপুরা আসে সেই স্পীডবোটের ড্রাইভার রাজীব ও স্পীডবোটটিকে হাতিয়ায় নিয়ে যায়। পরে ঘটনার সাথে জড়িত মনপুরায় পালিয়ে আসা ৫ জনকে ধরতে পুলিশ, মনপুরা কোস্টগার্ড বিভিন্নস্থানে অভিযান চালায়।

ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলামের নেতৃত্বে চরচেঙ্গা বাজারে ইউনিয়ন পরিষদের চাল বিতরণ করা হয়। এসময় বিতরনণ অনিয়মের কথা বলে কয়েকজন প্রতিবাদ করলে চেয়ারম্যানের লোকজন এসে তাদের প্রতিহত করে। এই ঘটনার কিছুক্ষণ পর চেয়ারম্যানের লোকজন অস্ত্র নিয়ে এসে বাজারে অতর্কিত হামলা চালায়। এসময় বাজারে অবস্থান করা নৌকার প্রার্থীর সমর্থকদেরকে পিটিয়ে বাজার থেকে বের করে দেয় নুরুল ইসলামের লোকজন।

পরে সোনাদিয়া মেম্বার প্রার্থী জোবায়ের হোসেনের অফিসে প্রবেশ করে সন্ত্রাসীরা হামলা করে ও পায়ের রগ কেটে দেয়। আহত মেম্বারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, হাতিয়ায় হামলা ও নিহতের ঘটনায় জড়িতদের মনপুরায় পালিয়ে আসার খবর পেয়ে পুলিশ-জনতা দক্ষিণ সাকুচিয়া জনতা বাজার সংলগ্ন কেওড়া বাগানে অভিযান চালিয়ে  ৩ জনকে আটক করে। পরে রাত ৮টায় হাতিয়া থানার পুলিশের একটি টিমের কাছে আটককৃত ৩ জনকে হস্তান্তর করা হয়।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, এই ঘটনায় হাতিয়ায় ৬ জন ও মনপুরায় ৩ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।


 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন