ধুনটে আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

বগুড়ার ধুনট উপজেলায় আইএফআইসি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ধুনট বাজার সোনামুখী রোডে মুসলিম খান কমপ্লেক্সে আইএফআইসি ধুনট উপশাখার শুভ উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংক বগুড়া শাখার ব্যবস্থাপক মো. তাজমিলুর রহমান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ(ওসি) কৃপা সিন্ধু বালা, এ এফ এম ফজলুল হক সদস্য বগুড়া জেলা পরিষদ, মো. বাবুল আক্তার ৩ নং ওয়াডের কাউন্সিলর ও প্যানেল মেয়র ১ ধুনট পৌরসভা, মো. রনজু মল্লিক ৬ নং ওয়াডের কাউন্সিলর, এস এম আলীম আলরাজী সিনিয়ার অফিসার বগুড়া শাখা, সমিত রয় অফিসার ইনচার্জ ধুনট উপশাখা, আব্দুল মান্নান খান স্বত্বাধিকারী মুসলিম খান কমপ্লেক্স,রাজু আহমেদ প্রমূখ।
এইচকেআর