ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

মোংলায় বাঘবন্ধু কোয়ার্টালী প্রশিক্ষণ

মোংলায় বাঘবন্ধু কোয়ার্টালী প্রশিক্ষণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা ওয়াইল্ডটিম প্রটেক্টিং টাইগার, পিপলস এন্ড দেয়ার ভাইটাল হেবিটেট ইন দ্যা সুন্দরবন ডেল্টা থ্রু এনগেজিং দ্যা লোকাল কমিউনিটিজ - ২ প্রকল্পের কার্জক্রমের আওতায়  ওয়াইল্ডটিমের উদ্যোগে ১দিন ব্যাপি বাঘবন্ধু কোয়ার্টারলী মিটিং এবং প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) জয়মনি ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে সকাল ৯ টায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষণ কর্মসূচিতে ওয়াইল্ডটিমের ফিল্ড এসিস্ট্যান্ট মোঃ সোহেল হাওলাদার'র সার্বিক সহায়তায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার আবু জাফর এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ সাইফুল ইসলাম।

প্রোগ্রাম অফিসার মোঃ আবু জাফর বলেন, আমাদের চাঁদপাই রেঞ্জে ১৪ জন বাঘবন্ধু সদস্যদের মধ্যে ১১জন সদস্য আজকের প্রশিক্ষনে উপস্থিত আছেন। সুন্দরবন আমাদের মায়ের মতন। সুন্দরবনকে বাঁচাতে হলে অবশ্যই বাঘকে বাঁচাতে হবে। ওয়াইল্ডটিম ২০০৭ সাল থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করে যাচ্ছে। এ প্রশিক্ষনে বাঘ ও বাংলাদেশের সুন্দরবন বিষয়ক সাধারণ তথ্য  আলোচনা করা হয়। সেচ্ছাসেবী কি এবং সেচ্ছাসেবী কারা তাদের লাভ ও তাদের কাজ কি? এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাঘবন্ধুরা যার যার নিজ এলাকায় উঠান বৈঠক, আলোচনা সভা, ফোরাম পরিচালনার উপায়, বাঘবন্ধু নারীদের কি কি ভূমিকা রাখে এবং পরিবার, সমাজ পরিবর্তনে এবং বাঘ সংরক্ষণের নারীদের ভূমিকা কি এই বিষয়ে  বিস্তারিত প্রশিক্ষনে জানানো হয়।

প্রশিক্ষণের শেষে বাঘবন্ধুর সদস্যদের মধ্যে হতে প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মোঃ আল-আমিন মোছাল্লি।

প্রশিক্ষণ শেষে সদস্যদের মাঝে শিক্ষা সামগ্রীসহ টি-শার্ট,ক্যাপ, মাস্ক ও ব্যাগ বিতরণ করা হয়।

 

 

আলী আজীম/ মোংলা


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন