খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর সাব-লেফটেন্যান্ট নিহত

খুলনা-মোংলা হাইওয়ে মহাসড়কে আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ আহম্মেদ (৪৫) নিহত হন। তিনি বাংলাদেশ নৌবাহিনী সাব-লেফটেন্যান্ট অফিসার হিসেবে মোংলা বন্দর জাহাজের কর্মরত ছিলেন।
তিনি আজ সন্ধ্যায় মোংলা থেকে মোটরসাইকেল যোগে তার পরিবারকে নিয়ে কাটাখালী এসে তার পরিবারকে গাড়িতে তুলে দিয়ে কর্মস্থলে ফেরার পথে চুলকাটি নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা ট্রাক ও মটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে ফিরোজ আহম্মেদ নিহত হন। নিহতের গ্রামের বাড়ি রংপুর।
খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন কাটাখালী হাইওয়ে থানার কর্মকর্তা জাকির হোসেন। ট্রাক নং-ঢাকা মেট্রো-ড-১১-৪২০০ এর ড্রাইভারকে পুলিশ আটক করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে নৌবাহীনীর উর্ধতন কর্মকর্তারা এসে নিয়ে যায়।
এইচকেআর