ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

তাহিরপুরে দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫ আটক ৪

তাহিরপুরে দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫ আটক ৪
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার এর উপর হামলার ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে  পুলিশের গুলি বিনিময়,গুলিবিদ্ধ ৯জনসহ অন্তত১৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকেই নারী।

মঙ্গলবার ২২ফেব্রুয়ারি বিকাল সদরের মধ্যবাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

আহত গুলিবিদ্ধরা হলেন,সুমী,বর্ষা,নেজারুল,আনজু, অনিক,রাসেল,রুনা, অংকন প্রমুখ।

জানাযায় উপজেলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি নরেন্দ্র নারায়ণ বৈশাখ উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ এর লোকজন কর্তৃক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মানববন্ধনকারীরা যে যার অবস্থানে ফিরে গেলে, বিকাল ৫টার সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার বাইক নিয়ে পূর্ব দিক হতে উপজেলা সদরের মধ্য বাজারে প্রবেশ করলেই একদল তুষার এর বাইক এর গতি রোধ করে তার উপর অতর্কিত হামলা চালায়, বাজারে থাকা তার স্বজনরা প্রতিহত করার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭রাউন্ড গুলি বিনিময়। এতে সংঘর্ষ হতে পুলিশ ৪জন কে আটক করেছে।

আটককৃতরা হলো কামরুল,বদরুল জামন, আসাদ ও গোলাম হোসেন।

এ ব্যাপারে( তাহিরপুর জামালগঞ্জ থানা)'র দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার সার্কেল সহিদুল ইসলাম জানান তাহিরপুর বাজারে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭রাউন্ড শর্টগানের গুলি ছুড়েছে, এবং ঘটনাস্থল থেকে ৪জন কে আটক করেছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন