ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

কুষ্টিয়ায় প্রকাশ্যে ভ্যানচালককে হত্যা

কুষ্টিয়ায় প্রকাশ্যে ভ্যানচালককে হত্যা
আটক ঘাতক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে হত্যা করার ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালীতে। জানা যায়, বুধবার সকাল ১১ টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ড ভিশন শোরুমের সামনে ঘটে এই ঘটনা। স্থানীয়রা  ঘাতক কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহত ভ্যানচালক খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের বেয়ারা সাতপাখিয়া গ্রামের রিয়াজুদ্দিন বেপারীর ছেলে জাহিদুল ইসলাম (৩০)।

স্থানীয়রা জানান, বেলা আনুমানিক ১১ টার দিকে কাজীপাড়া মোড় থেকে পৌর এলাকার মৃত রতনের ছেলে ওবাইদুর রহমান জুয়েল (৪০) ভ্যানচালককে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে তাকে ফ্লিম স্টাইলে এসে  কথা কাটাকাটির এক পর্যায়ে তাড়া করে। ভ্যানচালক তড়িঘড়ি করে ভ্যান চালিয়ে বাসস্ট্যান্ড ভিশন শোরুমের সামনে পৌঁছালে জুয়েল মোটরসাইকেল নিয়ে তাকে তাড়া করে এসে তার ব্যাগে থাকা ছুরি বের করে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে।

এসময় স্থানীয়রা জুয়েলকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং ভ্যানচালককে  কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, হত্যাকারীকে  আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে ভ্যানচালক জাহিদুল নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই তার গ্রামের এলাকায় যেন আকাশ বাতাস ভারি হয়ে ওঠে পরিবারে চলছে শোকের মাতন। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ।

 

 

মোঃ হাবিবুর রহমান/কুষ্টিয়া


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন