ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

চিরনিদ্রায় শায়িত হলেন খানসামা উপজেলা চেয়ারম্যান আবু হাতেম

চিরনিদ্রায় শায়িত হলেন খানসামা উপজেলা চেয়ারম্যান আবু হাতেম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খানসামা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হাতেম (৬৪) বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে হৃদরোগ ও ডায়াবেটিস জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।

তাঁর মৃত্যুতে সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  আবুল হাসান মাহমুদ আলী (এমপি), খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, সাবেক খানসামা উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ্, খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, উপজেলা স্বাস্থ্য বিভাগসহ সকল দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তাঁকে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল সাড়ে ৩ ঘটিকায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন